অ্যাকসেসিবিলিটি লিংক

সাগরে আটকা পড়ে আছে বহু অভিবাসী


মানব পাচারকারীদের দ্বারা সমুদ্রপথে বিপদজনকভাবে অভিবাসী ও শরনার্থী পাচারের সময় তাদেরকে সাগরে ফেলে যাওয়াকে ভয়ানক মানবিক সমস্যা আখ্যা দিয়ে এতে উদ্বেগ প্রকাশ করেছেন অধিকাংশ দক্ষিণ এশিয়ান সরকার।

পাচারকারীদের কবলে পড়া বিপদজনক অবস্থায় থাকা প্রায় ৮ হাজার অভিবাসি ও শরনার্থীর সন্ধান মিলেছে সম্প্রতি। মালয়েশিয়া ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড- এই তিন দেশে যাওয়ারচেষ্টা করছিলেন ঐ শরনাথীর্রা।

বৃহস্পতিবার মালয়েশিয়ার উপ স্বরাষ্ট্রমন্ত্রী ওয়ান জুনাইদি বলেছেন বলেছেন, তার দেশ এই বার্তা দিতে চায় যে, ঐ শরনার্থীদেরকে তারা স্বাগত জানাতে চায় না। মালয়েশিযার কর্মকর্তারা জানান অবৈধ অনুপ্রবেশ বন্ধ করতে তারা সমুদ্র ও বিমান পথে পর্যবেক্ষন বাড়িয়েছেন।

এ সপ্তাহের প্রথম দিকে মালয়েশিয়ার সমুদ্র উপকুলে ১ হাজার জনকে উদ্ধার করা হয়। তাদেরকে মালয়েশিয়ার ডিটেনশন শিবিরে রাখা হয়েছে। রবিবার ইন্দোনেয়িার নৌবাহিনী কতৃক ৬০০ জনকে উদ্ধার করা হয়েছে। তাদেরকে কিকরা যায তা নিয়ে জাতিংঘকর্মকর্তাদেরকে সঙ্গে আলাপ করছেন ইন্দোনেশিয়ান কতৃপক্ষ।

জানা গেছে ঐসব শরনার্থীর মধ্যে রয়েছেন বহু রোহিঙ্গা মুসলমান এবং বাংলাদেশী নাগরিক।

XS
SM
MD
LG