অ্যাকসেসিবিলিটি লিংক

জাপানের প্রধানমন্ত্রীর পার্ল হারবারে নিহতদের জন্য আন্তরিক এবং অন্তহীন শোক প্রকাশ


জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে , ৭৫ বছর আগে হাওয়াইয়ের পার্ল হারবারে জাপানের আক্রমণে দু হাজার চার শ ‘র ও বেশি আমেরিকানের হত্যার জন্য আন্তরিক এবং অন্তহীন শোক প্রকাশ করেন।

১৯৪১ সালের ৭ই ডিসেম্বর যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় রণতরীর ওপর ঐ আকস্মিক আক্রমণের কারণে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে।

মঙ্গলবার পার্ল হারবারে আবে তাঁর ঐতিহাসিক সফরের সময়ে বলেন , “ আমরা আর কখনো যেনো যুদ্ধের এই ভয়াবহতার পুণরাবৃত্তি না ঘটাই। তিনি বলেন , জাপানের প্রধানমন্ত্রী হিসেবে আমি , যারা এখানে নিহত হয়েছেন এবং সেই সকল সাহসী নারী ও পুরুষের আত্মার প্রতিও আমার আন্তরিক ও অন্তহীন শোক প্রকাশ করছি যাদের জীবন কেড়ে নিয়েছে যুদ্ধ”।

আবে জাপানি আক্রমণের জন্য ক্ষমা চাননি । তাঁর কর্মকর্তারা পরিস্কার করে বলেন যে ক্ষমা প্রার্থনা তাঁর উদ্দেশ্য ছিলা না । তিনি বলেন আবের এই সফরের লক্ষ্য ছিল এটা দেখানো যে কি ভাবে যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও জাপানের সম্পর্কের বিবর্তন ঘটেছে।

আবে হনলুলোতে পার্লহারবার-হিকাম যৌথ ঘাঁটির অনুষ্ঠানে প্রেসিডেন্ট বারাক ওবামার পাশে দাঁড়িয়েছিলেন। এর আগে এই দুই নেতা ইউ এস এস অ্যারিজোনা স্মৃতি স্তম্ভে পুষ্প স্তব অর্পণ করেন এবং নীরবে চোখ বন্ধ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন।

XS
SM
MD
LG