আমেরিকার জাতীয় নির্বাচনে পট পরিবর্তন হচ্ছে বলে মনে হয় যখন মঙ্গলবার অ্যালাবামায় সেনেট নির্বাচনে ডেমোক্রাট ডাগ জোন্সের বিজয়ী হন।
জোন্স বিতর্কিত রিপাবলিকান প্রার্থী রয় মোর কে পরাজিত করেন।
রিপাবলিকান ও ডেমোক্রাট দুটি দলই এখন আগামী বছরের কংগ্রেস নির্বাচনের দিকে দৃষ্টি দিচ্ছে।
ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা জিম মেলোন এর রিপোর্ট। পড়ে শোনাচ্ছেন শাগুফতা নাসরিন কুইন।