অ্যাকসেসিবিলিটি লিংক

নীল গোরসাচের প্রশ্নোত্তর শুনানী কংগ্রেসের সেনেট জুডিশিয়ারী কমিটিতে বুধবারেও অব্যাহত রয়েছে


যুক্তরাষ্ট্র সুপ্রীম কোর্টে নিযুক্তির জন্যে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মনোনীত বিচারক নীল গোরসাচের প্রশ্নোত্তর শুনানী কংগ্রেসের সেনেট সভার জুডিশিয়ারী কমিটিতে আজ বুধবারেও অব্যাহত রইবে, তেমনটাই স্থির রয়েছে। এর পর এ কমিটির সুপারিশ সাপেক্ষে এ মনোনয়ন যাবে সেনেটের পূর্ণাঙ্গ অধিবেশনে।

গতকাল মঙ্গলবার এ মনোনয়ন নিশ্চিতকরণ- প্রশ্নোত্তর শুনানীতে গোরসাচ জানান- ট্রাম্প প্রশাসনের কেউই , তিনি সুপ্রিম কোর্টে নিযুক্তি পেলে , কিভাবে প্রশ্নবিদ্ধ ইস্যুগুলোতে , তিনি ভোট দেবেন না দেবেন সে ব্যাপারে তাঁর ওপর কোনোরকম চাপ প্রয়োগ করেননি। আপীল বিভাগীয় বিচারপতি গোরসাচ জানান- মনোনয়ন প্রক্রিয়ার মাঝখানে কেউই তাঁর কাছ থেকে , কিভাবে তিনি কোনো ইস্যুতে ভোট দেবেন সে বাবদে তাঁর কাছ থেকে কোনো অঙ্গীকার চাওয়া হয়নি – কোনো প্রতিশ্রুতি তাঁকে দিয়ে নেওয়া হয়নি। বন্দী নির্যাতন ইস্যুতে জিজ্ঞাসার জবাবে গোরসাচ জানান-আমি কিভাবে কোন ইস্যুতে কি রায় ব্যক্ত করবো- বা ব্যখ্যা কি দেবো কোনো ইস্যুতেই, আঁচ অনুমানের ভিত্তিতে কিছুই আমি বলতে চাইনা – তবে, এটাও ঠিক কেউই আইনের উর্ধে নন- খোদ প্রেসিডেন্টও নন।

XS
SM
MD
LG