অ্যাকসেসিবিলিটি লিংক

উদ্ধারকৃত ৮০০ জন দেশান্তরী মানুষ এখন আশ্রয় নিয়েছে ইটালীতে


আজ শনিবার ইটালিতে ৮০০ জন দেশান্তরী মানুষ এসে পৌছেছে। বৃহস্পতিবার লিবিয়ার সমুদ্রতীর থেকে তাদেরকে নরওয়ের একটি জাহাজ উদ্ধার করেছে।

ইটালির উপকুল রক্ষীরা বলেছে যে এই দলে রয়েছে ৪৮ জন শিশু এং ৯৪ জন নারী । মনে করা হচ্ছে এরা বেশির ভাগই সিরিয়া এবং সাহারার দক্ষিনাঞ্চলের দেশগুলো থেকে এসছে।

তাদরেক প্রথমে Reggio Calabria বন্দরে নিয়ে যাওয়া হয় এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর এই সব অভিবাসন অভিলাসী লোকজনকে ইটালিতে অভ্যর্থনা কেন্দ্রগুলোতে নিয়ে যাওয়া হবে।

এরই মধ্যে পথের পশ্চিম তুরস্কে ন জন সিরীয় দেশান্তরী লোক এক সড়ক দূর্ঘটনায় নিহত এবং ৩১ জন আহত হয়েছে।

XS
SM
MD
LG