অ্যাকসেসিবিলিটি লিংক

৪৫ দিন আটক থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন শফিকুল ইসলাম


পশ্চিমবঙ্গের ওয়েব চ্যানেল আরামবাগ টিভির মালিক-সম্পাদক শেখ শফিকুল ইসলাম, তাঁর স্ত্রী আলিমা খাতুন ও ক্যামেরাম্যান সুরজ আলি খান দীর্ঘ ৪৫ দিন আটক থাকার পর আজ শুক্রবার কলকাতা হাইকোর্টে জামিনে মুক্তি পেয়েছেন। রাজ্য সরকারের কিছু কিছু কাজ নিয়ে খবর দেয়ার জন্য গত ২৯শে জুন ওঁদের বাড়ি থেকে পশ্চিমবঙ্গ পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। ওঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল, ওঁরা মিথ্যা খবর রটিয়েছেন এবং ভয় দেখিয়ে টাকা আদায় করেছেন। তবে পরে দেখা গিয়েছে ওঁরা যে খবর দিয়েছিলেন, লকডাউনের মধ্যেও রাজ্যের থানাগুলো থেকে নানা ক্লাবকে টাকা দেওয়া হচ্ছে, তা সত্যি। এই সংক্রান্ত মোট পাঁচটি মামলার চারটিতেই ওঁরা আগে জামিন পেয়ে গিয়েছিলেন, কিন্তু একটিতে কিছুতেই জামিন হচ্ছিল না। শফিকুল ইসলামদের মুক্তির দাবিতে পশ্চিমবঙ্গের বিশিষ্ট জনেরা বিক্ষোভ দেখিয়েছেন, প্রতিবাদ জানিয়েছেন, শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্ট সপ্তাহ খানেক আগে পশ্চিমবঙ্গ পুলিশের ডিরেক্টর জেনারেলকে কেন ওঁদের গ্রেপ্তার করা হয়েছিল তার কারণ দর্শানোর নোটিস পাঠায়। এরই মধ্যে আজ স্বাধীনতা দিবসের এক দিন আগে ওঁদের জামিন মিললো কার্যত নিরপরাধ হয়েও দীর্ঘ দেড় মাস আটক থাকার পর। শফিকুল ইসলামদের আইনজীবী বলেন, এই রাজ্যে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নেই। সাংবাদিকরা সত্যি খবর লিখলে তাঁদের বিরুদ্ধে পুলিশ লেলিয়ে দেওয়া হয়। হাইকোর্টের বিচারপতিরা পুলিশকে ভর্ৎসনা করে এই তিন জনের জামিনের আবেদন মঞ্জুর করেছেন।

please wait

No media source currently available

0:00 0:01:30 0:00
সরাসরি লিংক


XS
SM
MD
LG