অ্যাকসেসিবিলিটি লিংক

‘তোমাকে অভিবাদন প্রিয়তমা’ কবিতাটি কিভাবে গান হলো


kabir suman
kabir suman

আজ সকালেই শিল্পী কবীর সুমন নিজের মুখে গল্পটা বললেন। ৭০-এর দশকে দুইজনের পরিচয়, একজন কবি আরেকজন গায়ক, শহীদ কাদরী এবং কবীর সুমন। জার্মানীর কোলোন শহরে তাদের সাক্ষাৎ। তারপর থেকে তারা বন্ধু। সেই বন্ধুত্ব অটুট থেকেছে আমৃত্যু, এমনকি সুমন গানও বেঁধেছেন শহীদ কাদরীর অ্যাকাধিক কবিতা নিয়ে। ‘তোমাকে অভিবাদন প্রিয়তমা’ কবিতাটি কিভাবে গান হলো, কিভাবে মূল কবিতার ‘মার্চপাস্ট’ শব্দটি বদলে ‘কুচকাওয়াজ’ শব্দটি ব্যবহার করলেন সুমন, বলছিলেন সেসব কথা। সেই গানের মধ্য দিয়ে সুমন আজও শহীদ কাদরীকে ‘সেলিব্রেট’ করেন, বাংলাদেশকে ‘সেলিব্রেট’ করেন। শেষে গাইলেন খোলা গলায় কোনো যন্ত্র ছাড়া, ‘তোমাকে অভিবাদন প্রিয়তমা’। সাক্ষাৎকারটি নিয়েছেন আহসানুল হক।

please wait
Embed

No media source currently available

0:00 0:06:30 0:00


XS
SM
MD
LG