একটি নতুন রিপোর্টে বলা হয়েছে, ২০১২ থেকে ২০১৩ সালের মধ্যে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়েছে ৬০ শতাংশের মত এবং প্রধানত মধ্যপ্রাচ্য এবং নাইজেরিয়ার অস্থিতিশীল পরিস্থিতির কারনে এসব ঘটনা ঘটেছে।
Institute for Economics and peace এর রিপোর্ট অনুযায়ী, সন্ত্রাসবাদের কারনে ২০১৩ সালে ১৭,৯৫৮’র জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। যা কিনা এর আগের বছরের তুলনায় ৭০০০ মত বেশী।
অস্ট্রেলিয়ার একটি দল তাদের বিশ্ব সন্ত্রাসবাদের একটি হিসাবে বলেছে, ৮০ শতাংশ মৃত্যুই ঘটেছে ৫টি দেশে। দেশগুলো হচ্ছে, ইরাক, সিরিয়া, নাইজেরিয়া, আফগানিস্তান এবং পাকিস্তান।
একই সময়ে, সন্ত্রাসী আক্রমন বেড়েছে ৪০ শতাংশেরও বেশী।
অস্ট্রেলীয় প্রতিষ্ঠানটি বলেছে, এর পেছনের কারন বেশ জটিল। তবে যে দলগুলো এই সব সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত তারা হচ্ছে গোড়া ইসলামিক দল। ইসলামিক স্টেইট, বকো হারাম, আল-কায়দা, এবং তালেবান, এই চারটি সংগঠন, বিশ্ব সন্ত্রাসী কর্মকান্ডের ৬৬ শতাংশেরর জন্য দায়ী।