কিংবদন্তী অভিনেতা সন কনোরি ৯০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ।
জেমস বণ্ড চরিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত অস্কারজয়ী ব্রিটিশ অভিনেতা শন কনোরি শনিবার ৯০ বছর বয়সে মারা গেছেন। ১৯৬০এর দশকে জেমস বণ্ড 007 ছবিগুলোতে অভিনয়ের জন্য তিনি সারা বিশ্বে তারকাখ্যাতি পেয়েছিলেন।
রূপালি পর্দায় প্রথম জেমস বণ্ড ছিলেন সন কনোরি।