অ্যাকসেসিবিলিটি লিংক

অচলবস্থার নিরসন হচ্ছে সাময়িক ভাবে


সরকারি অচলবস্থার ৩৫তম দিনেও প্রেসিডেন্ট ট্রাম্প বার বার একটি কথাই বলেছেন যে, তাঁর প্রস্তাবিত দেয়াল নির্মাণ বাবদ অর্থ না পেলে 'শাটডাউন' তুলে নেয়া হবে না I তবে শুক্রবার তিনি কিছুটা নতি স্বীকার করেই বলেন যে, আমরা একটি চুক্তিতে পৌঁছেছি ; তবে তাতে শর্ত থাকবে যে ১৬ই ফেব্রূয়ারি অর্থাৎ ৩ সপ্তাহের জন্য তা খোলা হচ্ছে I এই সময়ের মধ্যে অর্থ বরাদ্দ না হলে সরকারি কর্মকান্ড আবারো বন্ধ করে দেয়া হবে I

তিনি জানান প্রয়োজনে জরুরি অবস্থা ঘোষণা করে তিনি এই অর্থ সংগ্রহ করবেন I

XS
SM
MD
LG