সরকারি অচলবস্থার ৩৫তম দিনেও প্রেসিডেন্ট ট্রাম্প বার বার একটি কথাই বলেছেন যে, তাঁর প্রস্তাবিত দেয়াল নির্মাণ বাবদ অর্থ না পেলে 'শাটডাউন' তুলে নেয়া হবে না I তবে শুক্রবার তিনি কিছুটা নতি স্বীকার করেই বলেন যে, আমরা একটি চুক্তিতে পৌঁছেছি ; তবে তাতে শর্ত থাকবে যে ১৬ই ফেব্রূয়ারি অর্থাৎ ৩ সপ্তাহের জন্য তা খোলা হচ্ছে I এই সময়ের মধ্যে অর্থ বরাদ্দ না হলে সরকারি কর্মকান্ড আবারো বন্ধ করে দেয়া হবে I
তিনি জানান প্রয়োজনে জরুরি অবস্থা ঘোষণা করে তিনি এই অর্থ সংগ্রহ করবেন I