অ্যাকসেসিবিলিটি লিংক

সিংগাপুরে ১০ জন বাংলাদেশী শ্রমিকের শরীরে জিকা ভাইরাসের সংক্রমণ


FILE - In this May 23, 2016, file photo, an Aedes aegypti mosquito sits inside a glass tube at the Fiocruz institute where they have been screening for mosquitos naturally infected with the Zika virus in Rio de Janeiro, Brazil.
FILE - In this May 23, 2016, file photo, an Aedes aegypti mosquito sits inside a glass tube at the Fiocruz institute where they have been screening for mosquitos naturally infected with the Zika virus in Rio de Janeiro, Brazil.

সিংগাপুরে কর্মরত ১০ জন বাংলাদেশী শ্রমিকের শরীরে জিকা ভাইরাসের সংক্রমণ ঘটেছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বাংলাদেশ দূতাবাসকে জানিয়েছে। সিংগাপুরে বাংলাদেশ দূতাবাস ঘটনার সত্যতা স্বীকার করেছে। সিংগাপুরে বিদেশী শ্রমিকদের মধ্যে জিকা ভাইরাসের সংক্রমণের খবর পাওয়ার পরে পরীক্ষা-নিরীক্ষায় যে ১১৫ জনের মধ্যে জিকা ভাইরাসের উপস্থিতি রয়েছে এমন ব্যক্তিদের তালিকায় ওই ১০ জন বাংলাদেশীও রয়েছেন। তাদের সেখানে চিকিৎসা দেয়া হচ্ছে। রোগের লক্ষণ রয়েছে মৃদু মাত্রায়। সিংগাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় রোগীদের ব্যক্তিগত গোপনীয়তার স্বার্থে তাদের পরিচয় প্রকাশ করেনি।
বাংলাদেশের জিকা ভাইরাসের সংক্রমণ এখনো বিস্তার লাভ করেনি। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় গত মার্চে জানিয়েছিল, চট্টগ্রামে ৬৭ বছরের একজন বৃদ্ধের কাছ থেকে সংগৃহীত রক্তে জিকা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছিল। ওই রক্ত সংগৃহীত হয়েছিল গত বছর। কিন্তু ওই ব্যক্তি কখনোই বিদেশ সফর করেননি। এই ঘটনা ছাড়া বাংলাদেশে জিকা ভাইরাসে কেউ আক্রান্ত হয়েছেন বা শরীরে ওই ভাইরাসের উপস্থিতি রয়েছে এমন খবর আর পাওয়া যায়নি।
ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:00:40 0:00

XS
SM
MD
LG