অ্যাকসেসিবিলিটি লিংক

সিঙ্গাপুরে ZOOM APP 'র মাধ্যমে মৃত্যুদণ্ড প্রদান


হেরোইন মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে, সিঙ্গাপুর, ৩৭বছর বয়সী একজন মালয়েশিয়ান নাগরিককে VDO চ্যাট সার্ভিসের মাধ্যমে মৃত্যুদণ্ড দিয়েছে I করোনা সঙ্কটের কারণে আদালতের স্বাভাবিক কাজকর্মে বাঁধা নিষেধ থাকায় সুপ্রিম কোর্ট, ZOOM 'র মাধ্যমে এই দণ্ডাদেশ প্রদান করে I হিউমান রাইটস ওয়াচ VDO 'র মাধ্যমে মৃত্যুদণ্ড প্রদানকে অমানবিক আচরণ বলে এর নিন্দা জানায় I

মানবাধিকার সংস্থার কর্মকর্তা, ফিল রবার্টসন বলেন, এমন গুরুতর দণ্ডাদেশ প্রদানের সময়, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি আদালতে উপস্থিত থাকবেন না, কেউ তার প্রতিনিধিত্ব করবেন না এবং ZOOM 'র মাধ্যমে তার দণ্ডাদেশ বহাল হবে, এমন ঘটনা নজিরবিহীন এবং বেদনাদায়ক I

XS
SM
MD
LG