অ্যাকসেসিবিলিটি লিংক

সিংগাপুরের নির্বাচন ঃ পাঁচ দশকের কর্তৃত্ব হুমকীর মুখে?


Supporters of the ruling People's Action Party (PAP), cheer their party leaders at a nomination center, Tuesday, Sept. 1, 2015.
Supporters of the ruling People's Action Party (PAP), cheer their party leaders at a nomination center, Tuesday, Sept. 1, 2015.

সিংগাপুরের শুক্রবার সাধারণে নির্বাচন অনুষ্ঠিত হয়। দীর্ঘ পাঁচ দশক ধরে ক্ষমতাসীন পিপলস একশন পার্টি যে কর্তৃত্ব করে আসছে তার অবসান ঘটতে পারে।

সিংগাপুরের পার্লাম্যান্টে PAP দল যে ব্যাপক সংখ্যা গরিষ্ঠতা লাভ করবে সে বিষয়ে প্রায় নিশ্চিত হলেও বিরোধী দলগুলোর থেকে প্রবল চ্যালেঞ্জের সন্মুক্ষিন হতে পারে । তবে এটাই প্রথমবার যে ক্ষমতাসীন দল ঊননব্বইটি আসনের জন্য লড়ছে।

সিংগাপুরের স্বাধীনতা সংগ্রামের নেতা লী কুয়ান ইউ ঐ দলের প্রতিষ্ঠাতাদের একজন যিনি এবছরের প্রথম দিকে মারা যান। বর্তমানে তাঁরই পুত্র প্রধানমন্ত্রী লী সিয়ান লুং. দলের নেতা।

XS
SM
MD
LG