অ্যাকসেসিবিলিটি লিংক

তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দোপাধ্যায়, সিঙ্গুরে, অধিকৃত জমি ফিরিয়ে দেওয়া শুরু করলেন


Mamata Banerjee in Singur.
Mamata Banerjee in Singur.
Mamata Banerjee in Singur.
Mamata Banerjee in Singur.

পশ্চিমবঙ্গের হুগলীর জেলার সিঙ্গুরের গ্রামের মানুষের মুখে এখনহাসি ফোটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের দীর্ঘ লড়াই আন্দোলন এবং দেশের আদালতের রায়ে কৃষকরা অধিগৃহীত তাদের জমির খরচ আগেই পেয়েছিলেন। এবার হাতে একেবারে জমি।যাকে বলে ফিজিক্যাল পজেশন।আজ বৃহষ্পতিবার থেকে যা দেওয়া শুরু করলেন মুখ্যমন্ত্রী। প্রতিশ্রুতি দিয়েছিলেন, চাষযোগ্য করে জমি ফেরত দেবেন…সেই মতো এ দিন সিঙ্গুরে পৌঁছে নীজেই বীজ ছড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুরু করে দিলেন প্রতীকী চাষবাস।উল্লেখ করা যেতে পারে দশ বছর আগে, সিঙ্গুরের গোপালনগর থেকেই জমি অধিগ্রহণ শুরু করেছিলেনতৎকালীন বামসরকারের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার। এ দিন সেই গোপালনগর থেকেই জমি ফিরিয়ে দেওয়া শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্পূর্ণ হল এক বৃত্ত।
প্রশাসনের দাবি, সিঙ্গুরের প্রায় ৯৯৭ একরের মধ্যে ৯৩১ একর জমিই চাষযোগ্য করে ফেলা হয়েছে। মোট ১০ হাজার ৪৩৬ জন জমি ফেরত পাবেন। বৃহস্পতিবার ১০৩ একর জমি ফেরত দেওয়া হয়েছে ২ হাজার ২১৬ জন কৃষককে।আগামী১০ নভেম্বরের মধ্যে বাকি জমি ফেরতের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বুঝিয়ে দিয়েছেন, তিনি চান, যত দ্রুত সম্ভব ফের আগের মতো চাষবাস শুরু হোক সিঙ্গুরে। গত সেপ্টেম্বরে বলেছিলেন ২১ তারিখের মধ্যে ফিরিয়ে দেবেন। এক দিন আগেই শুরু করে দিলেন। ১০৩ একর জমি ফিরিয়ে দেওয়া হবে। ২৯৮ জনকে ফিরিয়ে দেওয়া হবে। প্রতিদিন ধারাবাহিকভাবে থাকবে। যেমন যেমন চাষযোগ্য হবে, সেভাবে ফিরিয়ে দেওয়া হবে।এদিন মুখ্যমন্ত্রী জানান ১০ নভেম্বরের মধ্যে হাতে জমি পেয়ে যাবে কৃষকরা।
কলকাতা থেকে বিস্তারিত জানিয়েছেন পরমাশিষ ঘোষ রায়।

please wait

No media source currently available

0:00 0:00:57 0:00

XS
SM
MD
LG