অ্যাকসেসিবিলিটি লিংক

সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে সাক্ষাতে বাঁধা দেয়ার প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন


প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে সাক্ষাতে বাঁধা দেয়ার প্রতিবাদে এবং বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষার দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি। আগামীকাল রোববার থেকে সব জেলা বারে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করবে তারা। শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

বলা হয়, প্রধান বিচারপতি নিজের ইচ্ছায় ছুটিতে যাননি। বল প্রয়োগ করে তাকে ছুটিতে পাঠানো হয়েছে। সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেন, সংবিধান অনুযায়ী বিচার ব্যবস্থা স্বাধীন কিন্তু এই স্বাধীন বিচার ব্যবস্থাতে প্রধান বিচারপতি নিজেই স্বাধীন নন। তার ভাষায় প্রধান বিচারপতি অন্তরীণ। সরকার নির্দেশিত ব্যক্তিরাই শুধু তার সাথে সাক্ষাত করতে পারেন।

ওদিকে চিকিৎসার জন্য প্রধান বিচারপতির বিদেশ যাওয়া চূড়ান্ত হলেও ঠিক কবে তিনি যাবেন এটা নিশ্চিত নয়। তবে একজন চিকিৎসক বিকেলের দিকে তাকে দেখতে যান। এছাড়া তার একজন ব্যক্তিগত বন্ধু ও আদালতের দুইজন রেজিস্ট্রার তার সঙ্গে সাক্ষাত করেন। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট

XS
SM
MD
LG