অ্যাকসেসিবিলিটি লিংক

সিস্টার নির্মলার শেষকৃত্য অনুষ্ঠিত


Catholic nuns from the Missionaries of Charity, the global order of nuns founded by Mother Teresa, crowd around the vehicle carrying the body of Sister Nirmala Joshi during her funeral procession in Kolkata, India, June 24, 2015. Joshi, who succeeded Nobe
Catholic nuns from the Missionaries of Charity, the global order of nuns founded by Mother Teresa, crowd around the vehicle carrying the body of Sister Nirmala Joshi during her funeral procession in Kolkata, India, June 24, 2015. Joshi, who succeeded Nobe

মাদার টেরিজার মিশনারিজ অব চ্যারিটি, আর্তের সেবায় নিয়োজিত এই সেবা প্রতিষ্ঠানের প্রধান সিস্টার নির্মলা। সেই মিশনারিজ অব চ্যারিটির প্রাক্তন সুপিরিয়র জেনারেল সিস্টার নির্মলার জীবনাবসান হয়েছে। গত সোমবার তার জীবনাবসান হলেও আজ বিকেলে তার ইচ্ছে অনুযায়ী তার শেষকৃত্য সম্পন্ন হয় কলকাতার সেন্ট জনস চার্চে।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

please wait

No media source currently available

0:00 0:01:04 0:00
সরাসরি লিংক

গত কয়েক মাস ধরেই তার স্বাস্থ্য ভালো যাচ্ছিল না। বেশ কয়েক বার তাকে হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল গত কয়েক মাসে। আজ সকাল থেকেই মাদার হাউসে সিস্টার নির্মলার মৃতদেহ শায়িত রাখা হয় সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্যে। তার মৃত্যুতে মাদার হাউসে উপস্থিত হয়ে শেষ শ্রদ্ধা জানিয়ে প্রার্থনা সভায় যোগ দনে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, রাজ্য মন্ত্রী সভার সদস্য, কলকাতার নগরপাল এবং রাজ্য প্রশাসনের আধিকারিকবৃন্দ। মাদার টেরিজার পর ২০০৯ সালে এই প্রতিষ্ঠানের প্রধান হন সিস্টার নির্মলা। ওই বছরই তিনি সম্মানিত হন পদ্মবিভূষণে।তার মৃত্যুতে গভীর ছায়া নেমে রাজ্যের বিভিন্ন মহলে ।শোকাহত মানুষজন সকাল থেকেই আজ ভিড় জমান সিস্টার শেষ দেখায় শেষ শ্রদ্ধা টুকু জানাতে।মাদার হাউস থেকে সেন্ট জনস চার্চ পর্যন্ত আজ কের শেষ যাত্রায় অংশ নেন অসংখ্য মানুষ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিস্টার নির্মলার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।তঁর বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন ,সারাজীবন দরিদ্র এবং প্রান্তিক মানুষের সেবায় ব্রতী ছিলেন প্রবীণ এই সন্ন্যাসিনী। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বলেছেন ,লক্ষ লক্ষ মানুষের সেবায় নিয়োজিত এই সন্ন্যাসী মানবতার মূর্ত প্রতীক । সিস্টার নির্মলার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মিশনারিজ অফ চ্যারিটির সুপিরিয়র জেনারেল সিস্টার প্রেমা ।

সিস্টার নির্মলার জীবনাবসানের খবরে শহরে আসছেন ভ্যাটিকান থেকে প্রতিনিধি দলও।

XS
SM
MD
LG