আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের হীরাত প্রদেশে তালিবানরা ছ’জনকে হত্যা করেছে। ঐ ছ’জন উন্নয়ণ মূলক কর্মকান্ডের সংগে যুক্ত ছিলেন।
কর্মকর্তারা বলছেন, রবিবার ছ’জনকে তালিবান অপহরণ করে নিয়ে যায় এবং মংগলবার তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
বিশ্বব্যাংকের অংশিক তহবিলে গ্রামীণ উন্নয়ণ প্রকল্পে তারা কাজ করতেন। ঐ ছয় জনের মধ্যে চার জনই প্রকৌশলী ছিলেন।
আফগান প্রেসিডেন্ট হামিদ কার্জায়ী পাকিস্থান সফরের সময়ই এই হত্যাকান্ড সম্পর্কে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি ইসলামাদকে আহ্বান জানিয়ে আসছেন তালিবানের সংগে শান্তি আলোচনা ব্যবস্থা করার জন্য। মংগলবার এক বিবৃতিতে তিনি বলেন, নিরাপরাধ ইঞ্জিনিয়ার এবং কর্মীদের হত্যা এটাই প্রমান করে যে তালিবান এবং তাদের বিদেশী সহযোগীরা আফগানিস্তানকে সবসময় দরিদ্রপীড়িত এবং অনুন্নত একটি দেশ হিসাবে দেখতে চায়।