অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের কাগজপত্রবিহীন অভিবাসীদের বিরুদ্ধে অভিযানঃ এ্যাটর্নী অশোক কর্মকারের সঙ্গে সাক্ষাতকার


যুক্তরাষ্ট্রের অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট আই-সি-ই কর্মকর্তারা রবিবার দেশব্যাপী কাগজপত্রবিহিন অভিবাসীদের বিরুদ্ধে অভিযানে নেমেছেন। তাঁদের লক্ষ্য অবৈধ অভিবাসি, যাঁদের বিরুদ্ধে বহিস্কারাদেশ রয়েছে, তাঁদেরকে গ্রেফতার ক’রে তাঁদের নিজ দেশে ফেরত পাঠানো।

শুক্রবার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প অভিযান পরিচালনার চুড়ান্ত নির্দেশ দিয়েছেন। লস এঞ্জেলেস, নিউইয়র্ক, শিকাগোসহ বড় বড় শহরগুলোতে এই অভিযান চালানো হচ্ছে।

অভিযানে আই-সি-ই এজেন্টরা মূলত: মধ্য আমেরিকার অভিবাসীদের টার্গেট করেই অভিযান পরিচালনা করছেন বলে জানান আই-সি-ই’র ভারপ্রাপ্ত পরিচালক ম্যাথিউস আলবেন্স। বিষয়টি নিয়ে আমরা কথা ব’লি নিউ ইয়র্ক প্রবাসী অভিবাসন এ্যাটর্নী অশোক কর্মকারের সঙ্গে । বয়েস অফ এ্যামেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে কথা বলেন সরকার কবীরুদ্দীন ।

please wait

No media source currently available

0:00 0:12:30 0:00

XS
SM
MD
LG