অ্যাকসেসিবিলিটি লিংক

৮ দিনের সফরে নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা


প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগ দিতে
বুধবার ৮ দিনের এক সফরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
প্রধানমন্ত্রী ৬০ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

নিউইয়র্কে অবস্থানকালে ৩০শে সেপ্টেম্বর তিনি জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন।

সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যের (এমডিজি) মেয়াদ শেষ হচ্ছে চলতি বছর। ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর নিউ ইয়র্কে এক সম্মেলনে বিশ্বনেতারা আগামী ১৫ বছরের জন্য নতুন পরিকল্পনা ঠিক করবেন, যাকে বলা হচ্ছে টেকসই উন্নয়ন লক্ষ্য বা এসডিজি। পৃথিবীর ১৫০টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের উপস্থিতিতে এসডিজি সম্মেলনের শেষ দিন বক্তব্য দেওয়ার কথা রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর।

তার অন্যান্য কর্মসূচীর মধ্যে রয়েছে শান্তিরক্ষা বিষয়ক এক উচ্চ পর্যায়ের বৈঠকে যোগদান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার আয়োজনে আই এস জঙ্গিদের সহিংসতা ও উগ্রপন্থা দমনের বিষয়ে একটি সম্মেলনে অংশ গ্রহণ।

সরাসরি লিংক

XS
SM
MD
LG