অ্যাকসেসিবিলিটি লিংক

কাশ্মীর অঞ্চলে ভারতীয় গোলার আঘাতে পাকিস্তানের তিন সৈনিক নিহত


পাকিস্তানের তিন সৈনিক সোমবার কাশ্মীর অঞ্চলে ভারতীয় গোলার আঘাতে নিহত হয়েছে।

পাকিস্তান সামরিক বাহিনী বলছে-প্ররোচণা বিহিন অস্ত্র সম্বরণ লংঘিত হয়ে দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। ভারত অবশ্য দাবি করছে- পাকিস্তানের তরফ থেকে তাদের সৈন্যদের তাক করে গুলি ছোঁড়ার পরই তাদের সৈন্যেরা ওদের দিকে গুলি ছোঁড়ে।

সোমবারের এ গোলাগুলির ঘটনায় ভারতের কোনো সৈন্য নিহত হয়নি। তবে, এর আগে শনিবার, দু’দেশের মধ্যেকার নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকায় পাকিস্তানের তরফের গুলিতে ভারতের চার সৈনিক নিহত হয়।

সোমবারেই, ভারতীয় বাহিনী কাশ্মীরে, শ্রীনগরের কাছাকাছি এক জঙ্গি নেতাকে হত্যা করে। জায়শে মোহাম্মদ গ্রুপের নেতা নূর মোহাম্মদ তান্ত্রে পুলিশের সঙ্গে রাতভর বন্দুক লড়াই চালাবার পর নিহত হয় শহরটির উপকন্ঠবর্তী একটি বাড়িতে। পুলিশ এ কথা জানিয়েছে আজ মঙ্গলবার।

XS
SM
MD
LG