সোমালিয়া ভিত্তিক আল সাবাব জঙ্গি দলের সাবেক এক নেতা জানিয়েছেন যে তিনি ঐ দল ত্যাগ করেছেন। আল সাবাবের দ্বিতীয় শীর্ষ সাবেক নেতা মুখতার রোবউ মঙ্গলবার মুগাদেসুর একটি হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হন এবং ঐ ঘোষণা দেন। মুখতার রোবউ আবু মান্সুর নামেও পরিচিত।
তিনি এক বিবৃতিতে বলেন ঐ দলের সংগে আদর্শগত পার্থক্য থাকার কারণেই তিনি দল ত্যাগ করেছেন।
আল সাবাব দলের সাবেক ঐ নেতা সোমালি সরকারের সংগে আলাপ আলোচনা করেছেন বলে ইংগিত দিয়ে বলেছেন, আমি অত্যন্ত আশাবাদী যে দীর্ঘস্থায়ী শান্তির লক্ষ্যে আমরা একটি পথ ্তৈরী করতে পারব।