অ্যাকসেসিবিলিটি লিংক

তুষার ঝড় সংক্রান্ত ঘটনায় যুক্তরাষ্ট্রে ৯ জনের মৃত্যু


শীতকালিন তুষার ঝড় সংক্রান্ত ঘটনায় যুক্তরাষ্ট্রে ৯ জনের মৃত্যু ঘটেছে। ১০টি রাজ্যে এ জরূরী অবস্থা ঘোষণা করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিসহ বেশ কয়েকটি জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শুক্রবার দুপুরে শুরু হওয়া ভয়ানক এই দুর্যোগে বাসিন্দারা ঘরে আটকা পড়েছেন, বিকল হয়ে পড়েছে রাস্তায় চলাচল এবং বন্ধ রয়েছে সমস্ত অফিসের কাজকর্ম।

snow 4
snow 4

ইতিমধ্যেই ৩০ সেন্টিমিটারেরর ওপরে তুষার জমেছে ওয়াশিংটন ডিসিসহ বিভিন্ন অঞ্চলে। তুষারপাত অব্যাহত রয়েছে। আবহাওয়া কর্তৃপক্ষ বলছে তা দ্বিগুন গতিতে পড়বে এবং ঝড়ো বাতার যুক্ত হয়ে ভীষণ খারাপ অবস্থার সৃষ্টি হবে।

snow 3
snow 3

National Weather Service in a blizzard warning বলেছে ভারী তুষার, শক্তিশালী বাতাস মিশে শনিবার আরো কঠিন অবস্থায় দাড়াবে।

কেনতাকীতে ইন্টারষ্টেট হাইওয়েতে ১০ ঘন্টা রাস্তায় গাড়ীর মধ্যে আটকে আছেন বহু যাত্রী। নিউইয়র্কেও চলছে ভারী তুষারপাত।

ওয়াশিংটন ডিসিতে ২৫ সেন্টিমিটারেরর বেশী তুষার জমেছে। এর আগেই ওয়াশিংটনের মেয়র জরূরী অবস্থা ঘোষণা করছিলেন।

snow-2
snow-2

শুক্রবার থেকে স্কুল এবং ফেডারেল সরকারের অফিস শুক্রবার দুপুরের পর থেকে বন্ধ ঘোষণা করা হয়। বাস ও ট্রেস সার্ভিসও বন্ধ রয়েছে। ৬৩০০ ফ্লাইট বাতহিল হয়েছে এবং বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আশংকা রয়েছে।

XS
SM
MD
LG