অ্যাকসেসিবিলিটি লিংক

আমেরিকার পূর্ব উপকূলীয় রাজ্যগুলিতে বড় মাপের তুষার ঝড়ের সংকেত


আমেরিকার আবহাওয়াবিদরা শনিবার থেকে আমেরিকার পূর্ব্ব উপকূলীয় রাজ্যগুলিতে রেকর্ড পরিমান তুষার ঝড়ের সংকেত দিয়েছেন I এ সময়ে কোনো কোনো এলাকায় বাতাসের বেগ ঘন্টায় ৫০ মাইল পর্যন্ত হতে পারে I

এই প্রবল তুষার ঝড়ের কারণে দক্ষিনে Carolina রাজ্য থেকে উত্তরে Boston অব্দি কোনো কোনো এলাকা দুই ফুট পরিমান বরফে আচ্ছাদিত হতে পারে I আবহাওয়া দফতর জানায় এসব এলাকায় যাতায়ত ব্যবস্থা ব্যহত হবে I

ওয়াশিংটন ডি সি, মেরিল্যান্ড এবং ভার্জিনিয়া'র স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে I এছাড়াও জনগনকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে I

XS
SM
MD
LG