অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের সর্বত্র লক্ষ লক্ষ মানুষ পূর্ণ সূর্যগ্রহণ দেখেছেন


যুক্তরাষ্ট্রের সর্বত্র লক্ষ লক্ষ মানুষ সোমবার বিরল পূর্ণ সূর্যগ্রহণ দেখেছেন। ৯৯ বছরে এই প্রথম প্রশান্ত তীর থেকে অতলান্তিক তীর পর্যন্ত চাঁদের আড়ালে পড়ে সূর্য।

যে এলাকায় পূর্ণ সূর্যগ্রহণ দেখা গেছে, সেই সব এলাকায় আনুমানিক হিসেব অনুযায়ী প্রায় ২০ কোটি মানুষের বাস। ওই এলাকার সূচনা অরিগান রাজ্যের প্রশান্ত উপকূল থেকে আমেরিকার মধ্যাঞ্চল পেরিয়ে সাউথ ক্যারোলাইনা রাজ্যের অতলান্তিক তীর অবধি।

বিভিন্ন শহর, নগর এবং উন্মুক্ত উদ্যানে জনগন দুরবীন ক্যামেরা আর বিশেষ চশমার সাহায্যে সূর্যগ্রহণ দেখেন। NASA বলেছে, তারা অনুমান করছে ইতিহাসে সবচেয়ে বেশি মানুষ এই সূর্যগ্রহণ দেখেছেন।

XS
SM
MD
LG