অ্যাকসেসিবিলিটি লিংক

আল-শাবাবের হাত থেকে বারাওয়ি বন্দরের দখল নিল সোমালি বাহিনী


আফ্রিকী শান্তিরক্ষাবাহিনীর সহযোগীতায় সোমালি বাহিনী দক্ষিণের বারাওয়ি বন্দরের প্রায় দখল নিয়ে নিয়েছে। যে উল্লেখযোগ্য বন্দরগুলো আল-শাবাব বাহিনীর দখলে ছিল তার মধ্যে এটিই ছিল শেষ বন্দর।

রাজধানীর মোগাদিশুর ২শ ৪০ কিলোমিটার দক্ষিণে এই বন্দর অবস্থিত। ২হাজার ৮সাল থেকে বন্দরটি আল-শাবারের নিয়ন্ত্রণে রয়েছে।

রোববার সোমালি বাহিনী শহরটি ঘিরে ফেলে। শুরুতে তারা একটি অগ্রবর্তী বাহিনী পাঠায়। কেউ তাদের বাধা দেয়নি।

পারস্য উপসাগরীয় দেশগুলোতে বছরে ২কোটি ৫০ লক্ষ ডলারের কয়লা রপ্তানী হয় ঐ বন্দর থেকে। এবং এতদিন আল-শাবাবই তা নিয়ন্ত্রণ করত। আর এই অর্থ তারা ব্যয় করত আন্তর্জাতিক সমর্থন পাওয়া সরকারে বিরুদ্ধে তাদের লড়াই পরিচালনার জন্যে।

XS
SM
MD
LG