সোমালিয়ার এক গোয়েন্দা কর্মকর্তা ভয়েস অফ আমেরিকার সোমালি বিভাগকে বলেছেন যে এক উর্ধতন সোমালী চরমপন্থী, যিনি কয়েক বছর ধরে পালিয়ে ছিলেন, তিনি সরকারের কাছে আত্মসমর্পণ করেন।
ভয়েস অফ আমেরিকার সোমালি বিভাগকে এক উর্ধতন আঞ্চলিক কর্মকর্তা বলেছেন মুখতার রোবো আলী যিনি আবু মনসুর নামেও পরিচিত, তিনি রবিবার ভোরে দেশের দক্ষিণ পশ্চিমে আবল গ্রামে তার গোপন আস্তানায়, সরকারি প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন। তাকে পরে প্রধান শহর হুদ্দুরে নিয়ে যাওয়া হয়।
দক্ষিণ পশ্চিমের আঞ্চলিক প্রশাসনের বিশেষ বাহিনীর কম্যান্ডার হচ্ছেন শাইন মোয়াল্লিম নুরো। তিনিই সরকারি কর্মকর্তাদের নিয়ে যান শনিবার আবলে রোবোর ঘাটিতে।