সোমবার মোগাদিশুতে যে দুটি গাড়ি বোমা বিস্ফোরণে ৬জন নিহত হয়, তার দায় স্বীকার করেছে সোমালি চরমপন্থী গ্রুপ আল শাবাব।
প্রত্যক্ষদর্শীরা বলেছে প্রথম বোমা বিস্ফোরণ ঘটে Wehliye Hotel এর বাইরে। ব্যস্ত মাকা আল মুকারামা সড়কের পাশে ওই হোটেলটি সরকারি কর্মকর্তারা, ব্যবসায়ীরা এবং দেশি বিদেশি অতিথীরা প্রায়ই ব্যবহার করেন।
মোগাদিশুর এক উর্ধতন পুলিশ কর্মকর্তা কর্নেল মোহাম্মদ দাহির বলেন, “অসৎ ওই সন্ত্রাসীরা হোটেলেসামনে গাড়িটি রেখে বিস্ফোরণ ঘটায়। অন্তত ৫জন নিহত হয়, আহত হয় আরও বেশি সংখ্যক মানুষ।”
বিস্ফোরণের পর সরকারি নিরাপত্তা বাহিনী পুরো এলাকা পৃথক করে রাখে। ভয়েস অফ অমেরিকার সংবাদদাতারা জানিযেছেন বিস্ফোরণে আহত ৬জনকে শহরের মেদিনা হাসপাতালে ভর্তী করা হয।
দ্বিতীয় বিস্ফোরণটি ঘটানো হয় সোমালি রাজধানীতে একটি সামরিক ঘাটি লক্ষ্য করে। সেখানে একজন নিহত হয়।