অ্যাকসেসিবিলিটি লিংক

সোমালী বাহিনীকে লক্ষ্য করে রাস্তার ধারে পাতা বোমা বিস্ফোরণে ৯জন নিহত


Soldiers from Somalia's Puntland keep guard on high grounds at the Galgala hills, during preparations for an offense against al-Shabaab militants, north of the capital Mogadishu, Jan. 9, 2015.
Soldiers from Somalia's Puntland keep guard on high grounds at the Galgala hills, during preparations for an offense against al-Shabaab militants, north of the capital Mogadishu, Jan. 9, 2015.

সোমালিয়ায় কর্মকর্তারা বলেছেন গালগালায় রাস্তার ধারে পাতা বোমার প্রচন্ড বিস্ফোরণে ৯জন সোমালী সেনা নিহত হয় আর আহত হয় অন্যান্য ৫জন। সেনাদের গাড়ি লক্ষ্য করেই বিস্ফোরণ ঘটানো হয়।

গালগালা পাহাড়ে পান্টল্যান্ড নিরাপত্তা বাহিনী, নিয়মিত তৎপরতা চালানোর সময় রবিবার সকালের মাঝামাঝি ওই বিস্ফোরণ ঘটে।

গালগালায় পান্টল্যান্ড পুলিশের মুখপাত্র মেজর আব্দিররহমান ফারাহ গুরহান, ভয়েস অফ আমেরিকার সোমালি বিভাগকে বলেছেন যে ওই মোটর যানে ১৭জন সৈনিককে নিয়ে যাওয়া হচ্ছিল যখন হাতে তৈরি বোমাটি রাস্তার ধারে বিস্ফোরিত হয়। বন্দর শহর বোসাসোর সাতান্ন কিলোমিটার দক্ষিণপশ্চিমে বিস্ফোরণ ঘটে।

গুরহান বলেন “৯জন সৈনিক নিহত হন, অন্যান্য ৫ জন আহত হন যখন তাদের পরিবহনকারী সামরিক যানটি বিস্ফোরিত হয।”

XS
SM
MD
LG