সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি ক্যাফেতে গাড়ীবোমা বিস্ফোরণে অন্তত ১১জন নিহত হয়েছে। বৃহস্পতিবার মোগাদিসুর জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার সদর দপ্তরের কাছে এই বিস্ফোরণটি ঘটে।
জঙ্গী সংগঠন আল শাবাব এই হামলার দায় স্বীকার করে বলেছে তাদের লক্ষ্য ছিল নিরাপত্তা বাহিনী। আল শাবাব একসময় মোগাদিসুর নিয়ন্ত্রনে ছিল; ২০১১ সালে আফ্রিকান ইউনিয়ন বাহিনীর সহযোগিতায় সোমালী সরকার তাদেরকে উৎখাত করতে সমর্থ হন।
আল কায়েদার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত এই সগঠনটি প্রায়শই দেশের বিভিন্ন স্থানে জঙ্গী তৎপরতা অব্যহত রেখেছে। গত সপ্তাহে তারা প্রেসিডেন্সিয়াল প্রাসাদে গাড়ীবোমা বিস্ফোরণ ঘটায় ও প্রাসাদ লক্ষ্য করে গুলী ছোড়ে; যাতে অন্তত: ১৭ জন নিহত হয়। এ মাসের গোড়ার দিকে আল শাবারের অপর এক গাড়ীবোমা হামলায় তিন সোমালিয় সৈন্যসহ ৬ জন নিহত হয়।
জঙ্গী সংগঠন আল শাবাব এই হামলার দায় স্বীকার করে বলেছে তাদের লক্ষ্য ছিল নিরাপত্তা বাহিনী। আল শাবাব একসময় মোগাদিসুর নিয়ন্ত্রনে ছিল; ২০১১ সালে আফ্রিকান ইউনিয়ন বাহিনীর সহযোগিতায় সোমালী সরকার তাদেরকে উৎখাত করতে সমর্থ হন।
আল কায়েদার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত এই সগঠনটি প্রায়শই দেশের বিভিন্ন স্থানে জঙ্গী তৎপরতা অব্যহত রেখেছে। গত সপ্তাহে তারা প্রেসিডেন্সিয়াল প্রাসাদে গাড়ীবোমা বিস্ফোরণ ঘটায় ও প্রাসাদ লক্ষ্য করে গুলী ছোড়ে; যাতে অন্তত: ১৭ জন নিহত হয়। এ মাসের গোড়ার দিকে আল শাবারের অপর এক গাড়ীবোমা হামলায় তিন সোমালিয় সৈন্যসহ ৬ জন নিহত হয়।