অ্যাকসেসিবিলিটি লিংক

সোমালিয়ায় অব্যাহত ক্ষরা ও দুর্ভিক্ষের কারনে শিশুদের মধ্যে অপুষ্টি বেড়েই চলেছে


জাতিসংঘ শিশু সংস্থা বলেছে সোমালিয়ায় অব্যাহত ক্ষরা ও দুর্ভিক্ষের কারনে শিশুদের মধ্যে অপুষ্টি বেড়েই চলেছে।

বলা হয় এ বছর শেষ নাগাদ সোমালিয়ার ১ কোটি ৪০ লক্ষ শিশু চরম অপুষ্টিজনিত সমস্যায় ভূগবে এবং তাদের মধ্যে ২ লক্ষ ৭৫ হাজার মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

ইউনিসেফ মুখপাত্রী ম্যারিক্সি মারকাডো বলেন অপুষ্টির কারনে শিশুদের আরো জটিল রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। বলেন কলেরা বা ডাইরিয়ার মতো রোগও হতে পারে যাতে শিশু কয়েক ঘন্টার মধ্যে মারা যাওয়ার সম্ভাবনা থাকে।

তিনি বলেন অপুষ্টির সঙ্গে যদি কোনো রোগ যুক্ত হয় তবে তা শিশুদের জন্যে মারাত্মক হতে পারে। সোমালিয়ায় দুর্ভিক্ষ অবস্থা চলছে। ২০১১ সালে দুর্ভিক্ষে ২ লক্ষ ৬০ হাজার মানুষ মারা যায় যার অধিকাংশ ছিল নারী ও শিশু।

XS
SM
MD
LG