জওহরলাল নেহরু প্রতিষ্ঠিত ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রের শেয়ার বিষয়ক মামলায় আদালতে শনিবার হাজিরা দিতে হবে সোনিয়া আর রাহুল গান্ধীকে। চাইলেই সে দিন আদালত থেকে জামিন চাইতে পারেন তাঁরা। কিন্তু জামিন না নিয়ে জেলে যাওয়াই তাঁদের রাজনৈতিক কৌশল হতে পারে বলে কংগ্রেস মহলে খবর। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে শোচনীয় পরাজয়ের পরে কোণঠাসা কংগ্রেস দল আবার উঠে দাঁড়ানোর চেষ্টায় হয়তো সোনিয়া-রাহুলের দিন কয়েকের জন্য জেলে যাওয়ার বিকল্পই বেছে নিতে পারেন। এই নিয়ে দলের শীর্ষ নেতৃত্ব লাভ-লোকসানের হিসেব কষতে ব্যস্ত। অতীতে ১৯৭৭ সালে নির্বাচনে পরাজয়ের পরে ইন্দিরা গান্ধীও একটি মামলায় জামিন না নিয়ে জেলে যাওয়ার বিকল্পই বেছে নেন। এর ফলে রাতারাতি শহীদের মর্য্যাদা পেয়ে গিয়ে ১৯৮০ সালে বিপুল ভোটে ক্ষমতায় ফিরে এসেছিলেন ইন্দিরা। অতীতের এই নজির মনে রেখেই সোনিয়া-রাহুলের কারাবাসের বিকল্প নিয়ে আলোচনা চলছে্। কংগ্রেসের এই সম্ভাব্য কৌশল অনুমান করে বিজেপিও পাল্টা কৌশলের পথ খুঁজছে।
সে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে সংবাদদাতা গৌতম গুপ্ত।