অ্যাকসেসিবিলিটি লিংক

দুই বাংলায় নন্দিত,চিরসবুজ, সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনাবসান 


দুই বাংলায় নন্দিত,চিরসবুজ, সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনাবসান 
দুই বাংলায় নন্দিত,চিরসবুজ, সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনাবসান 

ভারত ও বাংলা চলচিত্রের উজ্জ্বল এক তারকা, পরম-প্রিয় সৌমিত্রের পতন হোল রবিবার ভোরেI প্রাণঘাতী করোনার কাছে হার মেনে চির বিদায় নিলেন চিরসমুজ, সৌমিত্র চট্টোপাধ্যায়, দুই বাংলার জনগণকে কাঁদিয়েI

তাঁর শারীরিক কিছু অসুস্থতা ছিল, তবে কভিড-১৯ মহামারীতে আক্রান্ত হয়ে "অপুর সংসার" খ্যাত, জননন্দিত, সৌমিত্র চট্টোপাধ্যায়, হাসপাতালে ৪০দিন জীবনের সঙ্গে লড়ে শেষ নিঃশাস ত্যাগ করেনI

তিনি "পদ্মভূষণ" এবং ভারতের সর্বোচ্চ "দাদাসাহেব ফালকে" পুরস্কারে ভূষিত হয়েছিলেনI ফরাসি সরকারও তাঁকে তাদের সর্বোচ্চ সেরা পদকে ভূষিত করেI মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছরI

XS
SM
MD
LG