অ্যাকসেসিবিলিটি লিংক

সৌরভ গঙ্গোপাধ্যায় বাড়ি ফিরে গিয়েছেন


ভারতের প্রাক্তন ক্রিকেট ক্যাপ্টেন ও বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় আজ হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরে গিয়েছেন। যাওয়ার সময় হাসপাতাল কর্মীদের, ডাক্তার ও নার্সদের সকলকে কৃতজ্ঞতা জানিয়ে সৌরভ বলেন, আমি আজ নিজেকে একেবারে ফিট মনে করছি। কয়েকদিনের মধ্যেই প্লেনে চড়তেও আমার অসুবিধা হবে না। আমাকে এই অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি।

please wait

No media source currently available

0:00 0:01:05 0:00
সরাসরি লিংক


দক্ষিণ কলকাতার উডল্যান্ড্স হাসপাতালের সিইও ডাঃ রুপালি বসু সাংবাদিকদের জানান, গতকালই সৌরভ গাঙ্গুলীর ছাড়া পাওয়ার কথা ছিল, কিন্তু উনি নিজেই আরও একটা দিন হাসপাতালে থেকে যেতে চেয়েছিলেন বলে আজকে তাঁকে ছাড়া হলো। এখনও বাড়িতে প্রতিদিন ডাক্তাররা তাঁর শারীরিক অবস্থা মনিটর করবেন, খেয়াল রাখবেন কোনও অসুবিধা হচ্ছে কিনা। দুই থেকে তিন সপ্তাহ পরে ওঁর আরও দুটি অ্যাঞ্জিওপ্লাস্টি করার কথা ভাবা হয়েছে। সৌরভের অগণিত ভক্ত হাসপাতালে ফুল ও মালা নিয়ে হাজির হয়েছিলেন। তাঁদের সবাইকে হাত নেড়ে সৌরভ বাড়ি যাওয়ার জন্য গাড়িতে ওঠেন। তাঁকে বেশ চনমনে দেখাচ্ছিল।

XS
SM
MD
LG