দক্ষিণ আফ্রিকা বলছে যে নেলসন ম্যান্ডেলার অবস্থা গুরুতর তবে আর কোন অবনতি ঘটছে না। রাতে তাঁর অবস্থার উন্নতি লক্ষ্য করা যায়।
এক বিবৃতিতে প্রেসিডেন্ট জ্যাকম যুমা বলছেন যে তিনি আজ মি ম্যান্ডেলাকে হাসপাতালে দেখতে যান এবং গতকালকের তুলনায় আজ তিনি ভাল আছেন।
এরই মধ্যে প্রেসিডেন্ট যুমা মোজাম্বিকে তার নির্ধারিত সফর বাতিল করেছন। বৃহস্পতিবার সকালে মি ম্যান্ডেলার কন্যা Makaziwe , তার বাবার অবস্থা খুব গুরুতর বলে উল্লেখ করেন। তিনি বলেন যে তারা এখনও আশা ছেড়ে দেননি কারণ যখন তারা তার সঙ্গে কথা বলেন , তখন তিনি একটু নড়াচড়া করেন , চোখ খোলার চেষ্ট করেন । তাকেঁ ধরলেও তিনি সাড়া দেন। আর সেটাই তাদেঁর আশাবাদি করে তোলে।
এক বিবৃতিতে প্রেসিডেন্ট জ্যাকম যুমা বলছেন যে তিনি আজ মি ম্যান্ডেলাকে হাসপাতালে দেখতে যান এবং গতকালকের তুলনায় আজ তিনি ভাল আছেন।
এরই মধ্যে প্রেসিডেন্ট যুমা মোজাম্বিকে তার নির্ধারিত সফর বাতিল করেছন। বৃহস্পতিবার সকালে মি ম্যান্ডেলার কন্যা Makaziwe , তার বাবার অবস্থা খুব গুরুতর বলে উল্লেখ করেন। তিনি বলেন যে তারা এখনও আশা ছেড়ে দেননি কারণ যখন তারা তার সঙ্গে কথা বলেন , তখন তিনি একটু নড়াচড়া করেন , চোখ খোলার চেষ্ট করেন । তাকেঁ ধরলেও তিনি সাড়া দেন। আর সেটাই তাদেঁর আশাবাদি করে তোলে।