অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ চিন সাগরে  যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিদ্বন্দ্বিতা মূলক তৎপরতা


A satellite image released by the Asian Maritime Transparency Initiative at Washington's Center for Strategic and International Studies shows construction of possible radar tower facilities in the Spratly Islands in the disputed South China Sea in this im
A satellite image released by the Asian Maritime Transparency Initiative at Washington's Center for Strategic and International Studies shows construction of possible radar tower facilities in the Spratly Islands in the disputed South China Sea in this im

বিতর্কিত দক্ষিণ চিন সাগরে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিদ্বন্দ্বিতা মূলক তৎপরতা, দুই পরাশক্তির মধ্যে সম্পর্কে আরও টনাপোড়েন সৃষ্টি করছে। বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আগামী মাসে ক্ষমতা নেওয়ার পর সংঘাত আরও বাড়তে পারে।

যুক্তরাষ্ট্রের খিংক ট্যাংক Center for Strategic and International Studies ১৩ই ডিসেম্বার এক রিপোর্টে বলেছে যে বেজিং দক্ষিণ চিন সাগরে দ্বীপপুঞ্জে স্প্রাটলি দ্বীপের কিছু অংশ সামরিকী করণ করেছে।

দক্ষিণ চিন সাগরের পূর্ণ বা আংশিক মালিকানা দাবি করে চীন, ব্রুনাই, মালায়েশিয়া, ভিয়েতনাম, তাইওয়ান এবং ফিলিপিন্স।

XS
SM
MD
LG