অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ কোরিয়ায় নুতন সংক্রমণের হুঁশিয়ারি


দক্ষিণ কোরিয়া করোনা সংক্রমণের শুরুতে রোগটি সফলতার সঙ্গে আয়ত্তে এনেছিল এবং বিশ্ব সমাজের প্রশংসাও কুড়িয়েছিল, তবে কর্মকর্তারা এখন, সেখানে বড় আকারের এক সংক্রমণের হুঁশিয়ারি দিয়েছেনI স্বাস্থ্য কর্মকর্তারা সোমবার ১৯৭ জনের সংক্রমণের কথা জানানI তবে সবচাইতে উদ্বেগের কথা যে, নুতন এই সংক্রমণ ঘটছে মহানগর সোউল'র ঘনবসতিপূর্ণ এলাকায়, যেখানে দেশটির মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি বসবাস করেনI

আগেকার সংক্রমণ দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর, দাইগু'র জনগণকে আঘাত করেছিলোI কর্মকর্তারা জানান, এই ভাইরাস বিশেষতঃ চার্চে এখন বেশি ছড়াচ্ছেI কর্মকর্তারা তাই, চার্চের ৪০০০ সদস্যকে পরীক্ষা করার চেষ্টা চালাচ্ছেনI

XS
SM
MD
LG