অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিন সুদানে অস্থায়ী মধ্যবর্তী কালীন ঐক্য সরকার গঠন


আফ্রিকি ইউনিয়নের ডেপুটি চেয়ারম্যান Erastus Mwencha বিরোধী দুটি দলের মধ্যে স্বাক্ষরিত অস্থায়ী ঐক্য সরকার গঠনে সন্তোষ প্রকাশ করেছেন I আফ্রিকি ইউনিয়নের তরফে জানানো হয়েছে যে দেশটির শান্তির লক্ষে নেয়া এটি এক ইতিবাচক পদক্ষেপ I গত বছর প্রেসিডেন্ট Salva Kiir এবং প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট এবং বিরোধী দলীয় নেতা Rick Machar 'র মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরের ফলশ্রুতিতে এই অস্থায়ী ঐক্য সরকার গঠন সম্ভব হোল I

ডেপুটি চেয়ারম্যান Mwencha বলেছেন দুবছরের সংঘাত শেষে এখন সময় এসেছে সরকারী সংস্থা ও দেশ গড়ার উন্নয়নে এবং মানবিক সাহায্য তত্পরতার দিকে মনোযোগ নিবদ্ধ করা I

XS
SM
MD
LG