অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ সুদানে শান্তির আশাবাদ


দক্ষিণ সুদানে জাতিসংঘ মিশনের প্রধান, DAVID SHEARER বলেছেন, সে দেশের অন্তর্বর্তীকালীন সরকার সফল হবে বলে তিনি আশাবাদী I মিশন প্রধান বলেন, নুতন শান্তি চুক্তি স্বাক্ষরের এবং বিদ্রোহী ভাইস প্রেসিডেন্ট, রাইক মাশারের ২০১৬ সালে JUBA ত্যাগ করার পর,পরিস্থিতি এখন অনেকটাই উন্নত I তিনি বলেন দক্ষিণ সুদান সরকার এখন আরো বেশি এলাকা নিয়ন্ত্রণ করছে I তবে সবচাইতে আশার কথা যে, দক্ষিণ সুদানের জনগণ এই পরিবর্তন চেয়েছেন এবং তা অর্জনে সর্বাত্মক প্রয়াস নিয়েছেন I মিশন প্রধান, DAVID SHEARER বলেন, ছোট-খাটো সমস্যা বাদ দিলে,এই শান্তি চুক্তি সঠিক পথে পরিচালনার এক বড় সুযোগ করে দিয়েছে I

XS
SM
MD
LG