অ্যাকসেসিবিলিটি লিংক

কাতালোনিয়া সঙ্কটে স্পেন বাংলাদেশের সমর্থন চায়


কাতালোনিয়া সঙ্কটে স্পেন বাংলাদেশকে ঘনিষ্টভাবে পাশে চাইছে। স্পেনের স্বায়ত্বশাসিত ওই অঙ্গরাজ্যের স্বাধীনতায় বাংলাদেশ যেন সমর্থন না দেয় সেই অনুরোধ জানিয়েছে দেশটির সরকার। তারা অখন্ড স্পেনের পক্ষে ঢাকার জোরালো অবস্থান বিষয়ে একটি বিবৃতিও আশা করে। রোববার গণমাধ্যমের সঙ্গে আলাপে এমনটাই জানিয়েছেন ঢাকাস্থ স্পেনের রাষ্ট্রদূত আলবারো দে সালাস।
তবে সরকারের প্রতিনিধিরা বলছেন, বাংলাদেশ কাতালোনিয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এ নিয়ে এশিয়ার দেশগুলোর অবস্থান বুঝেই সরকার সিদ্ধান্ত নেবে। এশিয়ার কোন দেশ এখনও এ নিয়ে প্রকাশ্যে কোন বিবৃতি দেয়নি।
স্পেনের দূত অবশ্য জানিয়েছেন, বিষয়টি নিয়ে ঢাকার সঙ্গে ঘনিষ্ট যোগাযোগ রাখছেন তিনি। সম্প্রতি ঢাকায় স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে অংশ নেয়া সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে উদ্ধৃত করে রাষ্ট্রদূত বলেন, মিস্টার নূর লিখিত বক্তৃতায় স্পেনের অখন্ডতার পক্ষে সমর্থন ব্যক্ত করেছেন। মাদ্রিদ আশা করে ঢাকার এ সমর্থন অব্যাহত থাকবে।

please wait

No media source currently available

0:00 0:00:57 0:00


XS
SM
MD
LG