অ্যাকসেসিবিলিটি লিংক

রিওতে শুরু হচ্ছে অলিম্পিক ক্রীড়া উৎসব


শুক্রবার আগস্টের পাঁচ তারিখ থেকে ব্রাজিলের মনোরম নগরী রিওতে শুরু হচ্ছে অলিম্পিক ক্রীড়া উৎসব। এখন অলিম্পিকের খবর শোনাচ্ছেন রোকেয়া হায়দার।

please wait

No media source currently available

0:00 0:03:39 0:00

রিও অলিম্পিক দ্বারপ্রান্তে। অলিম্পিক কথাটা দারুণ অনুভুতি জাগায়। ভারত তীরান্দাজিতে সাফ্যলের আশা করছে, শ্যুটিংএ তো অবশ্যই। বাংলাদেশে থেকে ৫টি ইভেন্টের জন্য ৭জন খেলোয়াড় অংশ নিচ্ছেন -সাঁতার, শ্যুটিং, তীরান্দাজি, দৌড়ে অংশ নেবেন। সিদ্দিকুর রহমান এবার জাতীয় পতাকা বহন করবেন।

শক্তিবর্ধক ওষুধ সেবন এবারের অলিম্পিকে দারুণ ছায়া ফেলেছে। রাশিয়ার কেলেংকারী থেকে শুরু হলেও তা এখন অনেক দেশের খেলোয়াড়দের ক্ষেত্রেই সমস্যার সৃষ্টি করেছে। যেমন ভারতে ১জন মল্লযোদ্ধাকে বাদ দেওয়া হয়েছে।

আমেরিকার অলিম্পিক টিমে অসি চালনায় মুসলিম মহিলা খেলোয়াড় ইবতিহাজ মোহাম্মদ। আফ্রিকান আমেরিকান মুসলিম। মা-বাবা ছেলেবেলা থেকে ইবতিহাজের খেলাধুলায় আগ্রহ দেখে তাকে উৎসাহ দিয়েছেন, ফুটবল, বাস্কেটবল সবকিছুতেই তবে হিজাব পরে কোন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারে সে কথা বিবেচনা করেই ইবতিহাজ অসি চালনায় এগিয়ে যান।

ওদিকে দৌড়ের মাঠে সিডনী ম্যাকললিন এগিয়ে এসেছে, এমাসেই ৭ তারিখে ১৭ বছরের জন্মদিন তার। গতমাসে কলোরাডো স্প্রিংসে মহিলাদের ৪শো মিটার হার্ডল রেসের দলীয় বাছাই পর্ব পেরিয়ে সিডনী এখন রিও অলিম্পিকের জন্য প্রস্তুত।

XS
SM
MD
LG