অ্যাকসেসিবিলিটি লিংক

গুপ্তচরবৃত্তির অভিযোগে বুলগেরিয়ায় রুশ কুটনীতিক বহিস্কার


বুলগেরিয়া একজন রুশ কুটনীতিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছে এবং তাঁকে সে দেশ থেকে বহিষ্কার করছে। গতকাল এক বিবৃতিতে বুলগেরিয়ার পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, “বুলগেরিয়া প্রজাতন্ত্রের পররাষ্ট্র মন্ত্রক, সোফিয়ায় রুশ দূতাবাসের একজন কুটনীতিককে অযাচিত ব্যক্তি বলে ঘোষণা দিয়েছে এবং তাঁর কর্মকান্ড তাঁর কুটনৈতিক মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে তাকে ৭২ ঘন্টার মধ্যে সে দেশ ত্যাগ করতে বলছে”। রাশিয়া বলছে তার কুটনীতিকের বিরুদ্ধে এই সব অভিযোগ ভিত্তিহীন। তবে বুলগেরিয়ার অভিযোগকারীরা বলছেন এই কুটনীতিক কয়েক বছর ধরে বুলগেরিয়ায় যুক্তরাষ্ট্রের সৈন্য মোতায়েনের তথ্য সংগ্রহ করছিলেন। বুলগেরিয়ায় যুক্তরাষ্ট্রের দূতাবাস এক বিবৃতিতে বলছে, “বুলগেরিয়ায় গুপ্তচরবৃত্তি থেকে শুরু করে দেশে এবং বিদেশে বিরোধীদের উপর বিষপ্রয়োগ পর্যন্ত সাম্প্রতিক সপ্তা এবং মাসগুলতে আমরা রুশ কর্মকর্তাদের আগ্রাসানমূলক কর্মকান্ডের বহু দৃষ্টান্ত দেখছি”।

নেটোর ঘনিষ্ঠ মিত্র রাষ্ট্র হিসেবে বুলগেরিয়ার নিজের সার্বভৌমত্ব রক্ষার পূর্ণ অধিকার রয়েছে। তবে বুলগেরিয়া কিংবা রাশিয়া কেউই এ্ কুটনীতিকের পরিচয় প্রকাশ করেনি। অবশ্য এসোসিয়েটেড প্রেস বলছে, স্থানীয় সংবাদ মাধ্যমগুলো এই কুটনীতিককে ওয়াসিলি সাজাভিচ বলে চিহ্নিত করেছে। গুপ্তচরবৃত্তির অভিযোগে বুলগেরিয়া গত এক বছরে ৫ জন রুশ কুটনীতিককে বহিস্কার করেছে।

XS
SM
MD
LG