অ্যাকসেসিবিলিটি লিংক

প্রবল বৃষ্টিপাত ও বন্যায় শ্রীলংকায় অন্তত দু’শ পরিবার নিখোঁজ


প্রবল বৃষ্টিপাত ও বন্যায় শ্রীলংকায় অন্তত দু’শ পরিবার নিখোঁজ হয়েছে। শ্রীলংকার রেড ক্রস আশংকা করছে ঐসব পরিবারগুলোর সদস্যরা মাটিচাপা পড়ে মারা গেছেন।

শ্রীলংকা রেড ক্রসের এক অনলাইন বিবৃতিতে বলা হয় সরকারী কর্তৃপক্ষের পাশাপাশি সাহায্য সংস্থার কর্মীরা ১৮০ জনকে উদ্ধার করতে সমর্থ হয়েছেন। কেগালি জেলার আরানায়াকে ও সিরিপুরা এলাকা থেকে ১৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

কলোম্বোসহ বিভিন্ন স্থানে বন্যায় ভেসে যাওয়ায় স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবন।

XS
SM
MD
LG