অ্যাকসেসিবিলিটি লিংক

আদালতে আকিলভ: আমি নিজেই লরি সন্ত্রাস চালিয়েছি


People observe a minute of silence near the department store Ahlens in Stockholm, Sweden, April 10, 2017, to honor the four killed victims and 15 injured in a fatal truck attack. T
People observe a minute of silence near the department store Ahlens in Stockholm, Sweden, April 10, 2017, to honor the four killed victims and 15 injured in a fatal truck attack. T

উজবেক নাগরিক রাখমত আকিলভ স্টকহোম লরি সন্ত্রাসের কথা নিজেই কবুল করেছে। বলেছে একটি লরি হাইজ্যাক করে এই হামলা চালায় সে। এতে চারজন নিহত ও ১৫ জন আহত হন। মঙ্গলবার স্টকহোমের জেলা আদালতে আকিলভের আইনজীবী জোহান এরিকসন এই তথ্য প্রকাশ করেছেন। বলেছেন, আকিলভ অপরাধ স্বীকার করেছে।
আদালতে আকিলভ একজন সুন্নি মুসলিম আইনজীবী নিয়োগের আর্জি জানিয়েছিল। আদালত তা নাকচ করে দেন।
সকালে কড়া নিরাপত্তার মধ্যে আদালতের কার্যক্রম শুরু হলে আকিলভকে হ্যা-কাপ পড়া অবস্থায় হাজির করা হয়। এক পর্যায়ে সাংবাদিকদেরকেও আদালত কক্ষ থেকে বের করে দেয়া হয়। তখন বিচার কার্যক্রম চলে রুদ্ধদ্বার।
বিচারক ১১ই মে আকিলভের বিরুদ্ধে অভিযোগ গঠনের কথা বললে রাষ্ট্রপক্ষ থেকে তদন্তের স্বার্থে আরও সময় চাওয়া হয়। বলা হয় আরও ব্যাপক তদন্ত করা দরকার।
উল্লেখ্য যে, সুইডেনে চারদিনের বেশি কাউকে আটক রাখা যায় না। তবে আদালতের অনুমতি সাপেক্ষে বিচারের আগে অভিযুক্তকে আটক রাখার বিধান রয়েছে।
মতিউর রহমান চৌধুরী, লন্ডন

please wait

No media source currently available

0:00 0:00:49 0:00

XS
SM
MD
LG