অ্যাকসেসিবিলিটি লিংক

ঝড় তিতলি পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে যাচ্ছে


titli
titli

সামুদ্রিক ঝড় তিতলি আজ ১৫০ কিলোমিটার বেগে অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম আর ওড়িশার গোপালপুরে আছড়ে পড়েছে। তার পর সেটি দুর্বল হয়ে পশ্চিমবঙ্গের দিকে আসছে।

পাকিস্তানের দেওয়া নাম তিতলি, মানে প্রজাপতি। কিন্তু এই হালকা নামধারী ঝড়ের দাপটেই অন্ধ্র আর ওড়িশার উপকূলবর্তী এলাকাগুলো তছনছ হয়ে গিয়েছে। একের পর এক গাছ, বাতিস্তম্ভ উপড়ে পড়েছে, উপকূল অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে গিয়েও শেষ রক্ষা করা যায়নি। বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পুরো হিসেব পাওয়া না গেলেও অঙ্কটা নেহাত কম নয়। ওই দুই রাজ্যের ওপর দিয়ে চলা চল্লিশ জোড়া দূর পাল্লার ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে, ওড়িশার ভুবনেশ্বর আর অন্ধ্রের বিশাখাপত্তনম বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ। আপাতত এটি পশ্চিমবঙ্গের দিকে আসছে, তবে তার শক্তি কমে যাওয়ায় আজ রাত থেকে বৃষ্টি ছাড়া আর কোনও বিপর্যয়ের আশঙ্কা নেই বলে আবহাওয়া অফিস জানিয়েছে। ঝড়ের অভিঘাতে দীঘা সমুদ্রোপকূলে জলোচ্ছ্বাস হয়েছে, পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে।

দীপংকর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা

please wait

No media source currently available

0:00 0:00:50 0:00

XS
SM
MD
LG