অ্যাকসেসিবিলিটি লিংক

দোসরা সেপ্টেম্বর ভারতজুড়ে ধর্মঘট ডেকেছে ট্রেড ইউনিয়ন এবং বামপন্থী দলগুলি


আগামী দোসরা সেপ্টেম্বর, শুক্রবার দেশ জুড়ে সাধারণ ধর্মঘট ডেকেছে সব ট্রেড ইউনিয়ন এবং বামপন্থী দলগুলি। তাদের মতে, মোদি সরকারের আর্থিক নীতিতে সর্বনাশ হচ্ছে সাধারণ মানুষের। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রি, মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সালে ক্ষমতায় আসবার পর থেকেই ধর্মঘটের বিরোধী। এ বারও নিজের অবস্থান স্পষ্ট করে দিয়ে মমতা বলেছেন, বাস-ট্রাম চলবে, দোকান-বাজারও খোলা থাকবে। ভরসা দিয়েছেন, কোনও রকম ভাঙচুর হলে ক্ষতিপূরণের দায়িত্ব সরকারের। এই পরিবেশে শেষ অব্দি ধর্মঘট হবে কি? কাজে না এলে সরকারি কর্মীদের বেতন কাটা যায়, চাকরিতে ছেদ পড়ে এক দিনের। কাজেই সরকারি কর্মীরা অফিস কামাই করতে ভরসা পান না। বামেরা বলছেন, এ থেকেই বোঝা যাচ্ছে, মমতা মোদির সমর্থক এবং গরীব মানুষের স্বার্থ চিন্তা করেন না। মূল প্রশ্ন, শুক্রবার কি সাধারণ মানুষ ভরসা করে পথে বেরোবেন? হয়তো অবস্থা বুঝে সে দিন ব্যবস্থা নেবেন তাঁরা।

XS
SM
MD
LG