দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মদিনের আগে বড় ঘোষণা ভারতের কেন্দ্রীয় সরকারের। নেতাজির জন্মদিন এবার থেকে ‘পরাক্রম দিবস’ হিসেবে পালন করা হবে। আজ, মঙ্গলবার সকালে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। নেতাজির জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণার দাবিতে দীর্ঘদিন ধরেই সরব হয়েছে পশ্চিমবঙ্গ। আগামী ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দাবি অবশেষে মেনে নিল কেন্দ্র। এদিন, সংস্কৃতি মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি নিরুপমা কোটরু এক বিবৃতি দেন। সেটিতে জানানো হয়েছে, ১২৫তম জন্মদিনে নেতাজির অতুলনীয় অবদানের কথা স্মরণ করবে দেশবাসী। তাঁর নিঃস্বার্থ দেশসেবাকে সম্মান জানানো হবে। পাশাপাশি জানানো হয়, কেন্দ্রীয় সরকার প্রতি বছর এই দিনটিকে ‘পরাক্রম দিবস’ হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মদিন পালনের জন্য উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে কেন্দ্রীয় সরকার। এই কমিটির মাথায় রয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৮৫ জনের এই কমিটিতে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সৌরভ গঙ্গোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী, কাজল, নেতাজি গবেষক পূরবী রায়-সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। অন্যদিকে, রাজ্য সরকারের পক্ষ থেকেও একটি কমিটি গঠন করা হয়েছে। সেটিতে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ ৩০ জন বিশিষ্ট বাঙালি। এই কমিটিতে রয়েছেন নোবেলজয়ী অমর্ত্য সেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, কবি শঙ্খ ঘোষ-সহ প্রমুখরা।