আফগানিস্তানে কর্তৃপক্ষ বলছে যে পুর্বাঞ্চলের পাক্তিকা প্রদেশে এক আত্মঘাতী বিস্ফোরণের ৪১ জন নিহত হয়েছে ।
সেখানকার প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র জেনারেল মোহাম্মদ জহির আজমি বলছেন বোমাবাজরা মঙ্গলবার উরগুণ জেলার জনবহুল বাজার এলাকায় বিস্ফোরক ভর্তি গাড়িতে বিস্ফোরণ ঘটায়। নিহতদের মধ্যে কমপক্ষে ৬ জন শিশু ছিল এবং ৬৭ জনের ও বেশি লোক আহত হয়।
আজিমি এর আগে জানিয়েছিলেন যে ৮৯ জন নিহত হয়েছে কিন্তু নিহতদের এই সংখ্যা প্রাদেশিক সরকার এবং প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের দপ্তর থেকে কমানো হয়।
কর্তৃপক্ষ বলছে যে পুলিশের তাড়া খেয়ে বোবাজরা বিস্ফোরণটি ঘটায়। ঐ ব্যাপক বিস্ফোরণে বহু দোকানপার্ট বিধ্বস্ত হয় এবং ধ্বংসাবশেষের নীচে লোকজন চাপ পড়ে।
এই ঘটনার দায় তাৎক্ষনিকভাবে কেউ স্বীকার করেনি তবে তালিবান এই আক্রমণের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা অস্বীকার করে একটি বিবৃতি প্রকাশ করেছে।