অ্যাকসেসিবিলিটি লিংক

৬ লক্ষ  সুদানী পরিবারকে সাহায্য করার জন্য ৭ কোটি ডলারের অর্থ প্রতিশ্রুতি দিয়েছে এফএও


জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এ বছর রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের কারণে ক্ষতিগ্রস্ত ৬ লক্ষ সুদানী পরিবারকে সাহায্য করার জন্য ৭ কোটি ডলারের অর্থ প্রতিশ্রুতি দিয়েছে। এফএও'র জরুরী প্রতিক্রিয়া পরিচালক ডমিনিক বার্জারি বুধবার খার্তুমে কৃষি মন্ত্রণালয়কে জানান, এফএও এবং অন্তর্বর্তীকালীন সরকারের যৌথ মূল্যায়নে দেখা গেছে ২০ লক্ষ হেক্টর কৃষিজমি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে যা সুদানের পরিবারগুলকে খাদ্যাভাবের ঝুঁকিতে ফেলে দিয়েছে। ক্ষুদ্র কৃষক, যারা ইতোমধ্যে খাদ্যহীনতার মুখে পড়েছিল, তারা বন্যায় ১০০,০০০ এরও বেশি গবাদি পশু হারিয়েছে। গত মাসের শুরুতে সুদানের ১৮টি রাজ্যের মধ্যে ১৬টি রাজ্য ভারী বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর সরকার তিন মাসের জরুরী অবস্থা ঘোষণা করে।

XS
SM
MD
LG