অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর ও দক্ষিণ সুদানের নেতারা গণভোটের রায় মেনে নেবার প্রতিশ্রূতি দিল


উত্তর ও দক্ষিণ সুদানের নেতারা গণভোটের রায় মেনে নেবার প্রতিশ্রূতি দিল
উত্তর ও দক্ষিণ সুদানের নেতারা গণভোটের রায় মেনে নেবার প্রতিশ্রূতি দিল

উত্তর ও দক্ষিণ সুদানের নেতারা দক্ষিণের স্বাধীনতাকেন্দ্রিক গণভোটের রায় মেনে নেবে বলে যে প্রতিশ্রূতি ব্যক্ত করেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তাতে সাধুবাদ জানাচ্ছে। সুদানের প্রেসিডেণ্ট ওমার আল বশির এবং দক্ষিণী সরকারের প্রধান সালভা কীর যে দায়বদ্ধতা ব্যক্ত করেছেন, নিরাপত্তা পরিষদ বৃহস্পতিবার তাতে সাধুবাদ ব্যক্ত করে । তবে তেল উত্পাদনকারী আবেয়ি অঞ্চলের ভবিষ্যত নিয়ে যে সহমতের অভাব রয়েছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তাতে গভীর উদ্বেগ ব্যক্ত করেছে । প্রতিবেশ অধিকার গ্রূপ গ্লোবাল উইটনেসের রৌযি শার্প বলছেন – সুদানের মোট তেলের তিন চতুর্থাংশই রয়েছে দক্ষিনাংশে – কিন্তু তেল বাইরে পাঠাতে দক্ষিণকে উত্তরের ভেতর দিয়ে যে তেল পাইপ লাইন গিয়েছে তারই শরণাপন্ন হতে হবে – অতএব কয়েক বছরের জন্যে হলেও দক্ষিণকে উত্তরের ওপরেই নির্ভর করতে হবে । অর্থাথ তেল রফতানীর জন্যে উত্তর ও দক্ষিণকে পরস্পরের সঙ্গে সহযোগিতা করতেই হবে ।

XS
SM
MD
LG