অ্যাকসেসিবিলিটি লিংক

রিক মাচার নিজ দেশে ফিরেছেন


দক্ষিণ সুদানের বিরোধী দলের নেতা রিক মাচার শনিবার তার নিজ দেশে ফিরেছেন। একটি ঐক্য সরকার গঠনের জন্য রিক মাচার প্রেসিডেন্ট সাল্ভা কিরের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। এক বছর আগে করা শান্তি চুক্তি অনুযায়ী এই দুই নেতার হাতে চুক্তি চূড়ান্ত করতে এক মাসেরও কম সময় রয়েছে।

দক্ষিণ সুদান ২০১১ সালে সুদানের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে। কিন্তু ২০১৩ সালে প্রেসিডেন্ট কীর ও ভাইস প্রেসিডেন্ট মাচারের মধ্যে ক্ষমতা নিয়ে লড়াই শুরু হয়, যা সহিংসতায় রুপ নেয়। ঐ সহিংসতায় কয়েক লক্ষ মানুষ নিহত হয় এবং নাগরিকরা বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়।

XS
SM
MD
LG